কোলকাতার ধনী ব্যবসায়ীর মেয়ে অনামিকা ওরফে অ্যানাকে পড়াশোনার জন্য বাড়ি ছেড়ে থাকতে হয় মুম্বাইতে। একদিন রাতে বাড়ি ফেরার পথে তাকে দূর্ঘটনার হাত থেকে বাঁচায় রণ। ঘটনাক্রমে তাদের আলাপ হয়, দূরত্ব কমে তবে তার সঙ্গেই সামনে আসে রণের এক আলাদা পরিচয়। কেমন হবে অনামিকার জীবনে আসা এই নতুন মোড়? সে কি পারবে মানিয়ে নিতে? নাকি তার সন্দেহ সত্যি প্রমানিত হবে? শুনে নিন গল্প রাতের রাজপুত্র।Read More