পুরুষ হতে না পারার হতাশায় আর্য ক্রমশ নিজের মধ্যে একটু একটু করে শেষ হতে থাকে, এমনকি বিয়েতেও তার অমত এই একই কারনে। কিন্তু বিয়ের পর তার জীবনে আসে মায়া, যার সংস্পর্শে এসে আর্য ধীরে ধীরে নিজেকে জানতে ও বুঝতে শুরু করে।