নন্দিনী তার ড্যাড মিস্টার আদিত্য রায়চৌধুরী এর কাছে আদরে বড় হয়েছে, মা নাকি জন্ম দিতে গিয়েই মারা যান। কিন্তু নন্দিনী ছোটবেলায় মাকে কাছে পেয়েছে এরম স্মৃতি অনুভব করে। তার মনে হয় যেন ওর চারিদিকে রহস্যের বেড়াজাল আছে। একদিন ওর পরিচয় হয় রাজের সঙ্গে যাকে কাছে পেয়ে ও সব ভুলে থাকে, কিন্তু একই সময়ে এক অজানা কেও সবসময় ওর ওপর নজর রাখতে শুরু করে। নন্দিনীর জীবনে একের পর এক তিক্ত সত্যের উন্মোচন হয় যা ওর জীবন ও অস্তিত্বকে পাল্টে দেয়।Read More
নন্দিনী তার ড্যাড মিস্টার আদিত্য রায়চৌধুরী এর কাছে আদরে বড় হয়েছে, মা নাকি জন্ম দিতে গিয়েই মারা যান। কিন্তু নন্দিনী ছোটবেলায় মাকে কাছে পেয়েছে এরম স্মৃতি অনুভব করে। তার মনে হয় যেন ওর চারিদিকে রহস্যের বেড়াজাল আছে। একদিন ওর পরিচয় হয় রাজের সঙ্গে যাকে কাছে পেয়ে ও সব ভুলে থাকে, কিন্তু একই সময়ে এক অজানা কেও সবসময় ওর ওপর নজর রাখতে শুরু করে। নন্দিনীর জীবনে একের পর এক তিক্ত সত্যের উন্মোচন হয় যা ওর জীবন ও অস্তিত্বকে পাল্টে দেয়।